বেদনা
ঝড় উঠেছিল সেদিন রাতে -
নিভে গিয়েছিল শিয়রের কাছে জ্বেলে রাখা প্রদীপখানি।
সেই নিকষ কালো অন্ধকারে অনুভব করেছিলেম
তোমার আগমন;
ভেবেছিলেম তোমার ছোঁয়ায়
কেটে যাবে রাতের বেদনা।
বুঝিনি সেদিন প্রিয়
সেই আঁধারের হাতছানিতে জেগে ছিল মোহ -
তোমার স্পর্শে হারিয়েছিলেম আমার স্বত্তাটুকু ,
সেই ঝড়ের দাপটে শুনিনি সেদিন
তোমার চোখের বাণী।
শুধু তোমার দুহাত্খানি
কোন সে ব্যথা জাগিয়েছিল আমার পরাণ মাঝে;
আজ ফাগুন শেষের দীর্ঘশ্বাসে
মিশে গেছে তারই মাঝে
মোর জীবন-বেদনা।
No comments:
Post a Comment